এক শিরোনামহীন রৌদ্রের আল্পনা
বুঝতেই পারেনি জলমেঘ
সুর্যিটা কখন রঙধনু এঁকে দিল বুকের পাঁজরে...
ক্যালেন্ডারের পাতা উল্টে যেতেই
পাল্টে গেল বর্ষপঞ্জির সংখ্যার শিরোনাম
বৃষ্টিভেজা ঠোঁটের চুমুর স্পর্শের অনুভব
ভাল আছে শহরের মানচিত্র,জ্যামিতির ভুমি সমতল,উপত্যকার ঢাল..
ব-দ্বীপের ঘাসজল,
মেঘেদের পাঁজরে বেজে যায় শঙ্কের গান
উড়ছে ঘুড়ি হাওয়ার বাঁশি
দোলনচাপার গান...
রোদের আঁচল ঘুম চুমে যাক
রাত্রির অভিমান....
কবিতার উপমায় জেগে থাকি
জেগে থাকে বৃষ্টির গান
ঘুমহীন রাত্রির চোখ
এ শহরে রোজ প্রজাপতি উড়ে যায়
তবু সকালের মন আনচান...
বৃষ্টি আসুক ঘর দেওয়ালে
কেটে যাক টুপটাপ নদীর শোক
ভাল থাক তারাদের আঙিনা
জোৎস্না আলোর চাঁদ...
স্বপ্নের ঢেউ জাগুক আশাহত নদীর চোখে....