তিন--
ইচ্ছে হলে এসো কপোতাক্ষের পাড়ে
মাতাল বৃষ্টির গানে ভিজবো না হয়
বর্ষাফুলের ঘুঙুর পায়ে নাচবো উত্তাল
আটপৌরে চুমুর আল্পনা একেঁ দেব মেঘেদের পাখায়...
তারপর না হয় পুরাকির্তির মাঠে
যুগল মূর্তি হয়ে পাড়ি দেব মহাকাল...
চার--
আয়নার প্রতিবিম্বে স্থির হয়ে আছে অবজ্ঞা
অবহেলারাও পায়চারী করে সারাবেলা
কতটা অথর্ব হয়েছি তা বুঝাতেই
শিকারী চিলের বাসায় যত স্বস্তির ঘুম,
... বাতাসে বিছুটি পাতার ঘ্রাণ
বাসন কোসনের টুংটাং থেমে যেতেই
রাতের পাঁজরে মৃত গল্পের ছায়া
সেটে আছে নাকের বাশিঁর ঘুমে
পেত্নির নাকেও আসে পচা মাছের আঁশটে প্রলাপ...