পিথিয়া আমার দুপুর ঘরে উড়াল চুলের
হঠাৎ পরশ ঠোঁটের কোলে
যায় উড়ে যায় সুর ছড়িয়ে............
কোল বালিশে ঘুম জড়িয়ে ঘাপটি মেরে
দীর্ঘশ্বাসে বুকটি ভরে.......... স্বপ্ন ঘোরে
একলা উঠোন ........
ঘর পুড়ে যায় মন পুড়ে যায় তীরের মাঠে
নীল ছুঁয়ে যায় উদাস আঁচল স্বপ্ন ভাঁজে
মন উড়ে যায় নীলচে-সাদা তিলের ফুলে
তীলক কুড়াই আঙুল টিপের আলতো ছোঁয়ায়
সত্যি এখন স্মৃতির মাঠে নামতা কুড়াই মনের ভুলে
সত্যি কিনা?
তা্ও জাননা?
বেশতো বাচো কানের লতির দুমকো দুলে
খড়ের চালের স্মৃতিগুলো সত্যিই নাকি ভুলের ভুলে!!...