ঘাটের মড়া
নষ্টের গোড়া
মন্ত্রনা দিল এসো ঝড় বানাই
সভা হলো........... তৈরী হলো বৈরী বাতাসের নকশাঁ।
বোশেখের প্রথম রাতভোর সভা করেছিল
ঝঞ্ঝা নামাবার
জড়ো হয়েছিল একঝাঁক মড়ার চ্যালা
মিরপুর থেকে শুরু............
তারপর কোলকাতার পথে প্রান্তরে............।
মিছিল হলো.... নিষ্পাপ কতক ফড়িং না বুঝেই হাত তুললো শ্লোগানে
সদ্য সবুজ হতে চা্ওয়া প্রান্তরে উড়ে এলো ড্রাকুলা বাদুড়
তাদের বিষ্ঠায় সয়লাব হয়ে গেল উপত্যকার কোল।
অবশেষে ফাঁস হয়ে যায়
কিভাবে আর কেনই বা লিখতে হয় ”হ্যাপি রাইটিং”
আমরা হই ”কবিতা পাগল”।
ঘোসেটি বেগমদের কুমন্ত্রনায় মিরজাফর তৈরীর ইতিহাস লেখা হয় কালে কালে।
(সাময়িক পোষ্ট)