ইদানিং লক্ষ করা যাচ্ছে ফেসবুকে অনুরুপ আইডি তৈরী করছে। যেমন শ্রীতরুন,অজিতেস নাগ,পল্লব,ওনীল ওসমান ইত্যাদি। এগুলি নিতান্তই উদাহরন।
যে কারনে এটি লেখা ............. ঐ সকল আইডিতে কবিতা প্রকাশ করা হচ্ছে যা ঐ সমস্ত কবিরা এ আসরে তাদের নিজের পাতায় প্রকাশ করেছেন। ফেসবুকের একটি নিদ্দিষ্ট গ্রুপেও ঐ নামে কবিতা প্রকাশ হচ্ছে যে গ্রুপে হয়তো ঐ কবি সদস্য নয়।
না এটি সংশ্লিষ্ট কবির নিজের আইডি নয় এ ব্যাপারে আমি নিশ্চিত।
কবিতার নিচে কবির নাম আছে।
আমি জানিনা এ ধরনের নকল আইডি তৈরী করে এভাবে কবিতা প্রকাশ করা উচিত কিনা। আর যিনি এটি করছেন তিনি এ আসরের কবি কিনা।