এক-
চমকে যেওনা-
এ বৃষ্টির বন্যায় ভাসাবো না তোমায় ..
জল কুমারী
শুধু এক মেঘ বৃষ্টি ধুঁয়ে দিক অবসাদ
আনন্দ স্নানে উত্তাল ঢেউ আসুক
তরঙ্গায়ীত হোক প্রেম - জলকেলী।
দুই-
কুয়াশা মাখা সন্ধ্যা-
জবুথবু প্রেম- আঁতকে ওঠার কিছু নেই
ছেঁড়া কাঁথা, আর ...
আর অঢেল জোমজ নিশ্বাস
গিলে খায় রাতের শরীর
.... শিশির জমা ঘাসের ডগার
রোদ পোড়ার ভয় নেই বুঝি
তিন-
ইচ্ছেয় আকাশ গুজি চোখে
তারাগুলো চিহ্ন ধরে ছায়াপথের
নক্ষত্রের মিছিলে হুলিয়া ভেঙে
ঠোঁটের মানচিত্র আঁকি চুঁড়ায়
আমার দিক চিহ্ন ধরে
গিরিখাদে হাটতে ক্লান্তি নেই