বর্গক্ষেত্র জুড়ে ধূলোর প্রলেপ
ধীরে ধীরে জমতে থাকা অবহেলায়,
ম্রিয়মান জলসিঁড়ি....
এই আমি ।
দিন যাপনের ত্রিকালে ভেসে যাওয়া
জলের প্রান্তরে ধুঁয়ে অবসাদের মলিন রেখা
আর কষ্টের শিরোনাম।
কতোটাই বা শুদ্ধ হয় বলো....
যখন রোজনামচায় সিলাঙ্কন হয় হতভাগা,প্রতিনিয়ত।
বিসর্জনের বেদীতে রেখে প্রত্যাশার সব,
স-অ-ব আরাধ্য চাওয়া
ভাল লাগার চিত্রাংকন।
তবু বেঁচে থাকে ...
পথের পাশের নীল ফুল
পায়ের ছাপ বুকে এঁকে
বেঁচে থাকে এক সমুদ্র নোনা জল
চোখঝরা জলের জারণে।
আর বেঁচে থাকি আমিও
রংচটা স্বপ্ন আর দীর্ঘশ্বাসে।
বসন্ত বাতাসের উজানে হাঁটুর খাঁজে মাথা গুজে
দিব্যি গুনে নিই জোনাক নাচের মুদ্রা।