বুকের তলদেশ হাতড়ে ফিরি
অসংখ্য জল-ঠোস,
ক্ষতগুলি জ্বলজ্বলে নক্ষত্র বৃত্ত।
বৃত্তগুলি মৃত রাত্রির অনুশোচনা হয়।
ভেসে যায় সবুজ অনুভব
কাঁচা আদরের তানপুরা
ভোরের দী-ঈ-র-ঘো অপেক্ষা।
পাখির পালকে উড়ে যায় সাধ
খসে পড়ে একে একে অঝোর বিষাদে
শুকনো পাতার মতো অবহেলায়...
তোমার গন্ধ আসে বাতাসে-শব্দ
ছুঁয়ে যায়,
গিলে ফেলি শব্দ
ভয়ংকর বিস্ফোরন হয় প্রতিটি কোষ।
সৌন্দর্য হারানোর যন্ত্রনায় তৃতীয়ার চাদ
ম্লান জোছনায়...
পূর্ণিমার প্রহর দীর্ঘ পথের বাকী।