সন্ধ্যা হয় জোনাকির আলোয়
ঝুপ নেমে আসা আঁধারে
প্রেম,প্রত্যাশা পথ হারায়।
রঙহীন পথের ধুলোয় ...একা!
অন্তঃস্বত্তা চাদের বিমূর্ত নদীর পাড়ে
নোনা হাওয়া উড়ে স্বপ্ন, মৃত জন্মের শৈশবে।

বোকা বোয়ালের হা মুখে নুন জল
ডুবেছে বসন্ত সুবাস,
শূন্য পটভূমি-তৈলচিত্রের তৈজষ
আর এক জীবনের যুঁথবাধা আহল্বাদ,
ডুবো সুতোর টানে দিকহীন।

মাতাল মনে আঙুরের প্রলাপ
জীবন যুঝে ...বোনা স্বপ্ন
পূর্ণতাহীনে আজ কালের ফসিল।

কর্ষিত ক্ষেত... বর্গায়
চৈত্র সংক্রান্তি আজ অবেলায়...
উঠোনে।