রাত যমুনার ঢেউ
উছলে পড়ে উছলে পড়ে
জল উজানের তোড়ে
দেখলো না যে কেউ।
রাতের শরীরে লেপ্টে থাকি
কোল বালিশের ঘ্রাণ।
শুন্যতায় জোনাক আলোর নাচ
আমি সংজ্ঞাহীন রাতের অন্তরা।
কতোকাল ধরে সুবর্ণ সন্ধ্যের আরতি
তুলসীতলার গড়ানো জল ঘটি
অভিমান বুকে চেপে উপোসী রাতে
ঝরে পড়া মহুয়ার হাসি-
মহাকালের ঝুলন্ত আঙিনার সতেজ প্রাণ
উৎসবের অবহেলায়- বৃষ্টি শুধু বৃষ্টি।
পাহাড় উপচে ....
উপত্যকায় ঢল নামে....
আয় জলে নামি... জলতরঙ্গের মহড়ায়।