আবৃতি একটা শিল্প।এই শিল্পটার প্রতি আগ্রহ সব কাব্য অনুরাগীর।
আজ আসরের আবৃতি বিভাগে আবৃতি শুনতে গিয়ে মন খারাপ হয়ে গেল।
এই কবিতার প্লাটফর্ম আমাদের অনেক ভালবাসার- প্রাণের উঠোন।
এখানে আমরা যারা লিখি তারা ছাড়াও অসংখ্য বাইরের পাঠক আসেন কবিতা পড়তে শুনতে।
প্রিয় কবি আপনি কবিতা লেখেন বলেই ভাল আবৃতি করেন না ।আর আপনি যেহেতু ভালো আবৃতি করতে পারেন না তাই দয়া করে আসরের সুনাম- মান অক্ষুন্ন রাখতে আবৃতি যোগ বন্ধ করুন।
এই প্লাটফর্মের মান-সুনামের দায়ীত্ব তো আমাদের নাকি?
শুভেচ্ছা সবাইকে।