জেগে থাকি রাত মৃত প্রশ্বাসে-
ঘাসফুল হাসিগুলো গুলিয়ে ফেলি
তোমার ঝরে পড়া হাসি উড়ে আসে
পলকা হাওয়ায়...
কুড়িয়ে নিই আলতো ... মহুয়ার গানে
সহজিয়া গল্প হবে
চুনিকন্ঠী রাতে
জানো আমার গল্পগুলো
অপ্রকাশিত আজো- পাণ্ডুলিপির রঙে
একটু হাসি
প্রেম
এবং এক আকাশ নীল চুমু
স্বপ্ন ধরি এসো
গান
টু মাস জে গ্রহলোকের অরণ্যে
তারপর না হয় বনমোরগের ডাক শুনি
(নোট- টু মাস জে নতুন আবিষ্কৃত একটি সুবিশাল গ্রহ যার ভর বৃহস্পতির চেয়ে বার -পনের গুন ও কক্ষপথ প্লুটোর চেয়ে ১৪০গুণ প্রশস্ত এবং পৃথিবী থেকে একলাখ কোটি কিমি দুরে।)