উড়ন্ত তেলাপোকা গন্ধ ছড়ায়
পরাগায়নের সঙ্গীর খোঁজে ডাক পাঠায়,
তুমি জান?

যখন রাতের আঁধার খুঁনসুটি কাটে
সহসা গন্ধ্ ভাসে বাতাসে
নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাক আসে অনুভুতিতে
জেগে যায় কতক গ্রন্থি... সংযোজিত অঙ্গ
আমি বুঝে নিই কাঁপন এসেছে নদীজলে।

অতি গল্পেরা আসে খোলা জানালায়,
তারপর....
ফ্যারাও রানীর মত সাজাই তোকে
নক্ষত্রের হাট থেকে কিনে এনে সব অলংকার

উহু... চোখের পাপড়িতে ঠোঁট ছুঁয়ে ডাকি
স-অ-ব ঘুম ঘুম ঘোর
জলটিঁপ ছুঁয়ে দিই আলতো পরশে....
ফুরফুরে ওম গুলো লুটাক হাওয়ায়....

কিছু সময় হারিয়ে ফেলি -
আমরা ভুলে যাই অস্তিত্ব....
ভাষার অনুবাদ পর্বে ....

উত্তাল ঢেউয়ে চরায় ফেনার চিহ্ন,
টুপটাপ বৃষ্টি শেষে ...
পাড় গড়ানো জলে নিশ্চুপ শান্ত নদী....




(কবিতাটি অক্টোবরে গন্ধ ভাষার অনুবাদ নামে প্রকাশ করি- মুছে গেছে। তাই পুণরায় প্রকাশ)