দলছুট প্রেমী রাত যত-
যতটা পারি সহজ সুত্র শিখে ফেলি
আর কিছু শ্লোক।।
রোজ নামচায় জমে সরষে শিশির
মেঘের বালিশে অতৃপ্তি জাগে
আধোয়া ভেজা গন্ধ।
যে চুমুটা জিইয়ে রেখেছি ঠোঁটের ডগায়
গত দুযুগেও তার রঙ বদলায়নি একটুও।
মাঝে মাঝে কুয়াশা রাত এলে উড়ুক্কু পাখির মত ডানা ঝাপটায়... ঘুম ভাঙ্গে।
আর জানোইতো ঘুমভাঙ্গা আমি কতটা অস্থির?ভুলে গেছো?
হলুদ জোছনা ভেজা মন
কতটাই বা বোঝে কুয়াশা রাতের ঘোর।
স্বপ্নগুলো শিশির হয়... রোজ সকালে
ঘর বাঁধে ঘাসের ডগায়,
রোদ্রের মৃত্যুর অনিবার্যতায়।