রাত্রীর কালোখামে লিখে দরপত্র
কড়কড়ে কাগজের বাড়ন্ত সংখ্যার মুদ্রনে।
এখানে শহর মানচিত্র- পূর্ব-পশ্চিম, দখিন উত্তরের পথরেখা
গোলচিহ্নগুলি আইনি বৃত্তের ট্রাফিক সিগনাল
উড়তে থাকা চুমু আর অন্নান্য যৌনাঙ্গের ফেরিওয়ালার যৌক্তিক যতি।
যতটা পারো কুড়িয়ে নাও
তৃষ্ণার্ত ঠোঁটের রং....আরও স্বস্তি।
আমি শহর মানচিত্র চিনিনা
ভুলেছি দরপত্রের বাহানা।