কুয়াশা পেরিয়ে একটা স্নানভেজা সকাল চাও্য়া
ঘুম জাগা রাত শেষে স্নিগ্ধ-সতেজ রোদ
অলস আঁচল? মাছরাঙ্গা পুকুর জলে জলডুব
আস্টেপৃষ্টে জড়ানো তোমার অভ্যাস
কি করে তেজী রোদ হওয়া যায় --
একান্ত রাতের শিশির পড়ে টুপটাপ
সেইতো সুর ...জোড়সাঁকোর গান
চুপচাপ বিষন্নতারা বিবর্ণ
এককাপ সবুজ চুমুক - সতেজ ইচ্ছে
কিছুওতো চাই ... বেঁচে থাকা
ঠোঁটে-ঠোঁটের টুংটাং বাজনা
জীবনের রুপকথা...
আর ল-ম-বা তৃপ্তি...
কিছু গল্প জানেনা জীবন...সূচীহীন অধ্যায়
জানেনা পড়ন্ত বিকেলের রঙ