তোমার চুলের বেণী ভুলিনি...
বালিশের পাশে খসে পড়া তোমার চুল
আফসোসে গন্ধ ফেরী করছে।
ভুল্ করেও ভুলিনি এ পৃথিবী মুলত অন্ধকার
সূর্যের আলো পায় যতটুকু তাতে কাটে আঁধার।
চোখে তাকাও ... মুগ্ধতা প্রথম দেখার
স্বপ্ন বোঁনা ভালবাসা অঙ্গীকার।
তারপর কত পথ চলা... ক্যাম্পাস নদীরপাড়,লাইব্রেরী... প্রথম চুমু..
থিয়েটার, রিহার্সাল.. সারগাম।
পাল্টে যায় ক্যালেন্ডারের সংখ্যা....
সম্পর্কের শিরোনাম
কফিফুলের জলরং....
কেমন আছে রাত?প্রথম প্রসবের প্রলাপ
ফুলকুড়ির ফুল হওয়ার গল্প....
মাতাল হাওয়া এলো ... মেঘ ভাসা
ছায়া হলো নতুন...দীর্ঘ ছায়া
আমি ছায়াহীন ....
মেঘ... জলমেঘ ... ডুবো চৌকাঠ।আমি।
তোমার ঘরে বাজে জলনূপুরের সুর।
জলনুপুরের জলজ্যান্ত আসরে আমি নিষিদ্ধ পুরুষ।