অবশেষে ঝরে যায়
পাখির পালক ঝাড়া জলফোঁটা-
খেয়ালী হাওয়ায়।
মাঘের শীত বাঘের গায়,
এবার মোটেও সত্যি হয়নি একথা,
বরং সারারাত কেঁপেছে থরথর,
উষ্ণতা খুঁজেও পায়নি কোথাও।
ওম খুঁজেছি শীত রাত-
বুকের উপত্যকায়,পাহাড় চুঁড়ায়,গীরিখাদে।
জমে যায় অভিলাস শীতলতায়
বাতাসের ছোঁয়ায় কেঁপে ওঠে,
দোল খায় পাহাড়।
মেঘের কোলে খোঁজে জড়োয়া আহ্লাদ।
পেঁজা বরফের সাথে ঝরে পড়ি.
আমি আর শীতার্ত রাত।।