আকাশের ঘরে জলফড়িং
ঠোঁট চুম্বনের শিহরণ ভুলেছে সে।
উদাসী হয়োনা আকাশ.,..
আজ দিনের প্রহর শেষে মেঘ রাঙা সিদুর এঁকে দেবো ...সিথিতে তোর।
.......প্রতিশ্রুতিতে ভাঙ্গন থামে?
তার চে বরং মাটির গন্ধে আনচান মন,
ভেঙ্গে যায় বিশ্বাস,আস্থার কাচের গেলাস
জলফড়িং এর নাচের মুদ্রায়।
চুমুকে চুমুকে শেষ...
পানপাত্র,
আঁধারে বাজে...
ঝনাৎ।