এক--

ফ্যাকাশে লাল ঠোঁট
ন্যুইয়ে পড়া ত্রি- মাস্তুল
আঁধারেও ঘর খুঁজি-ঘর কই?
ঘর পালাই রাতের গভীরে।

আজন্ম অন্ধ চোখ,
হাত খোঁজে পথ- ঘর
জলজ তটরেখা।

নেত্রনালী বন্ধ বলেই-জল ঝরে,
আন্ধা লোকের জলডুবির ভয় থাকতে নেই।

দুই

ভূলেই গ্যাছি অনুভুতির সাড়া
রাগ-অনুরাগ,অভিমান ক্ষোভ
কোন অনুযোগ নেই অনুশাসনও।

প্রতিরাতে যখন পাশ বালিশে স্বপ্ন-ঘুমের প্রলাপ শুনি
ভাবি একা নই-
রাতের নিবিড় সঙ্গমে শুধু বির্যপাতের প্রয়োজন মেটে।
বর্হিমুখেই ছুটে যাও তুমি
স্পর্শ অনুভুতিতে অবলীলায় আমি অছ্যুত-
....বন্ধন-বন্ধনহীন।

বুকের মাঝে কষ্টের ফেঁপে ওঠা
বোঝ - কতটা আক্ষেপে ঢেউ ভাঙ্গে তটরেখা?