কাক ডাকা ভোর,
রক্তজবা নদী -
পোড়া মাছের আশটে স্বাদে
পুনরায় ঘুম-ঘোর।
আঁধার পেরোলো রাত
প্রশ্বাসে ঘড়ঘড়ানি নেই এতোটুকু
সুনশান,গাঢ় বেঘোর রাত,
ধ্যান ভাঙ্গা যোগী, ঘুম চাই।
ঘুম ঘুম জোছনা সাঁতারের ঘুম...
এবং ,অতঃপর এই নির্জনতা এবং রাত্রির
কোণঠাসা একরোখা ঘোর ঘুম....
বরং বেচে থাকি ,
দিগন্তে রোদ্দুর রঙ, এবং বেচে থাকা আরো
একটি দির্ঘশ্বাস।