কাঁপছে কেন চোখের পাতা
কাঁপছে কেন ভুরু
দোডালাটায় পাখির বাসা
কাঁপছে কেন তরু।