না হয় এসো তাক কষি যুদ্ধের,
সমরাস্ত্র তো মাদুলী তোষকে ।
আঁক কষা শেষে জল কাব্য হবে
মেঘ অরন্য নদী
আকাশে তিনবার জল গড়ালে
একবার নদীর বুকে কলকল শব্দ হয়।
কে জেতে বলতো?
কে জিততে চায়?
মেঘখসা বৃষ্টি শেষে ঝিলমিল রোদ হাসে তুমি দেখেছো?
নদীর দুপাড় কিভাবে হাসিমেখে তৃপ্তির উচ্ছ্বাসে গান গায়!
তুমি শুনবে?
এসো যুদ্ধ করি ..রাত হরণের!
যুদ্ধে যুদ্ধে ডাক পাঠায় তৃণহৃদে
জলকুমারীর জলভাঙার ছবি আঁকি
না হয় জোছনা আসুক প্লাবনে ...
জেগেই যাক সকাল...
ক্ষতি কি?
অমরত্ব চাইনে আমি,ঈশ্বর জানে...
দুভ্রুর মাঝে একটা দী-ঈ-র-ঘো চুমুর যুদ্ধ চাই...
তারপর হবে কাব্য পাঠ যৌথস্বরে
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ...
আজ আমাদের ছুটি. ... হাহাহা