চলন্ত ট্রেন
সন্মুখে যাত্রীমুখ
গতিতে তুমি।
উল্টো ফিরে দাড়াও
চলন্ত ট্রেন
একসাথে চলছো।
অস্বীকার তবুও
সময় গতি
সন্মুখেই হাটছো।
হাহাকার পিছনে
ক্রিয়া কলাপ
আলো-আঁধারী পাঠ।
ভেড়ার ভড়ং
ভেলকির ভাড়ামী
ভূলোক ভুলে।
বাড়ন্ত বাঁশি
বাঁশের বাঘবন্দী
বশীকরণ।
খতিয়ান হিসাব
হাল নাগাদ
হিসাবী পদক্ষেপ।