চাঁদের সাগর
মৃত জলপুরী।
চল যাই তবে....
জলেতে ডুবেই মরি।
------------------
অনুভবে আগুন ফুলকি কৌনিক উল্কিতে
ছুয়োনা ছুয়োনা হাত পুড়ে যাবে কল্কেতে।
---------------------
স্পর্শে চেয়ে নিই অনুমতি পত্র
অনুভুতি বিনিময়ের্ যৌগসুত্র।
-------------------
মহামায়ার বরে মহাপুরুষ হয়েছি
আর একটু--
কামনা বাসনা,সকল ইন্দ্রীয়ানুভূতি প্রখর করে দাও।
পূর্ণ হোক পূর্ণ হোক।