আমি স্বপ্ন দেখি আকাশ তারার
আঁধার খসার মিছিল
গঙ্গা জলের শুদ্ধ নীলে
আঁকছি জীবন অসীম,
আঁচল ভরা স্বপ্নগুলো রাখি বুকের ভাঁজে
রোজ সকালে সুরশুনি তার স্বপ্নসুরে বাজে।
আমি স্বপ্নদেখি গল্পকথায়,স্বপ্নের সাঁজগোজ
সুয়োরানী খুঁজছে হাসি আমার মুখেই রোজ।
আমি বৃত্তে ঘুরে স্বপ্নঘোরে স্বপ্নসাধে বাঁচি
একটু করে যায় এগিয়ে স্বপ্নের কাছাকাছি।
আমি স্বপ্ন এঁকে স্বপ্ন গড়ি
স্বপ্নেই করি খোঁজ,
সুয়োরানীর মুখের হাসি
আমার ঠোঁটেই রোজ।