কলঙ্ক ছুঁই--
না হয় গাঢ় হোক হাওয়া,
গান গেয়ে যাক রাত-
লাল-নীল- সাদা রঙ ফুটুক
অবসাদ ধুঁয়ে - রাত নামুক ঘোমটায়।
রোদপোড়া প্রেম হেসেখেলে নায়তে নামে
চুমুর ফুলে ফুলে রেনু ওড়ে
ওড়ে জল ফড়িং- জলায় চুমুক ,শুষে নেয় অনুভব।
বরষায় পলি কাঁদা ডিঙ্গিয়ে ঢিবিতে নাক ডুবায়,
ঘুম ঘুম বেঘোর শ্রান্তি টপকিয়ে স্বস্তি কুড়োয়।
আঁধখানা উপোসী চাদের নদী-- টলমলে জলে
নিরুদ্বিগ্ন -শান্ত ,বাবুই অসুখ চিলেকোঠায়,
তোমার ঠোঁট-ঘোরে ঠোঁট ছুঁয়ে বুনো রঙ এঁকে দিই,
ওমগুলো জড়িয়ে নিই আবেশে.....
তারপর তেপান্তরের লুটোপুটি জোছনা ...
এসো স্বপ্ন হয়ে যায়.,...রাতপরীর ডানায়।