তৃষিত অন্তর কাঁপে
কাঁপে ছায়াকাল- মদির অন্তরায়,
প্লুটোর নীলাকাশে স্বপ্ন রাঙায়।
কতোকাল ধরে বনসাঁই হয়ে আছি
যজ্ঞজলের অবগাহনের -
চোখের পাপড়িতে কুয়াশা প্রাণ শিশির
ঝরনা হয় মহাকালের প্রান্তে।
রোদ ওঠে রোদ যায় খেয়ালী আঁধার ঢাকে স্বপ্ন,
তবু অধ্যায় বাঁচে দীর্ঘশ্বাসে।
মলিন ভোর আসে আহ্নিক গতিতে
জীবন হাসেনা রোদের হাসিতে।
এভাবেই বেড়ে ওঠে আরাধ্য বৃত্ত
ঝুর ঝুর ঝরে পড়া স্বপ্নের মৃত্তিকা
বর্ষপঞ্জির বাড়ন্ত সংখ্যা তত্বে।
পঞ্জিকা জুড়ে অমবষ্যার আঁধার
অমঙ্গল আর যাত্রা নাস্তি
রবির ঘরে অনাস্থার বিলাপ।
দেবদারু পাতায় আসে পুরানো বাতাস
পার্বনের সুর ভাসে লক্ষীকাজল আউসের বনে
খই ফোটে -পার্বন আসেনা।
বুকপকেটের ঋণবাড়ে -পুকুর সিঁড়িতে
জল ডুবে ঢেউ তোলেনা পিথিয়ার চুল
সারাদিনমান আমার রোদ ম্লান ....
জোছনায় আঁধার নামে পিথিয়ার আড়িতে।