তিরতির কেঁপে যায় চোখের পাপড়ি
দেবত্ব প্রসাদের ভক্তি ব্যঞ্জনায়
ঝরে পড়ে হৃদ-স্পন্দিত অনুরাগ,
ভালবাসার অনুরননে তৃষার্ত অভিলাষ।

ঈশ্বর হয়ে উঠি প্রতিরাতে তার পুঁজার বেদিতে,
মন্ত্রপাঠে যজ্ঞ নামে ভ্রূন পাঠের
ঈশ্বরী প্রকল্পের আরাধনা মন্ত্রে।

ভালবাসার পৃষ্টার ও প্রান্তে নাকি ঘৃনা,
ঘুনে ধরা অনুরাগের স্বর বিভাজন
বৃত্তের ভূতলে গেঁথে যাওয়া ঘঋনআ
বর্ণমালার দ্রবিত দ্রবন-
ঘন থেকে হালকা হওয়ার প্রচেষ্টা
আর সম্পর্কের কার্যকারনের খোঁজ।

তারপরও পত্রবীজে অংকুর অনুশাসন
সংগমের রীতিসিদ্ধ প্রথার আনুগত্যে
লোভ জাগে দোল খায় ঈশ্বরের চেয়ারে।

ঈশ্বরী...
মহামানবের লোভ দেখিও না
শুণ্যস্থান পূরণের ব্যর্থতায়
নষ্ট হবে তোমারই ভারসাম্য।

বরং আমি এইরুপেই বেচে থাকি,
বেচে থাক প্রজন্ম ইহকাল...



ঈশ্বর .. মহামানবের লোভ দেখিও না- বাক্যবন্ধটি আমার প্রিয়কবি শুণ্যস্থান পূরণের লেখা থেকে ধার করা।
এ লেখাটি আজকের আসরের একটি কবিতার প্রতিক্রিয়ায় সরাসরি পঞ্চাশতম পোষ্ট।