টাচ স্কিন ফোনের বিড়ম্বনা একটু অমনোযোগেই মুছে ফেলুন অপশানটিতে টাচ লাগলেই মুছে যায়- যেহেতু সার্ভার ফাস্ট।
এক্ষেত্রে মুছে ফেলুন্ অপশানে মুছতে চাইলে দ্বিতীয় কনফার্মমেশন আপনি কি নিশ্চিত এটি মুছে ফেলতে এ জাতীয় কোন ব্যবস্থা করা যায় কিনা?
দ্বিতীয়ত- কবিতা আসরে কবিতা পড়তে গিয়েই অধিকাংশ সময় মন্তব্যের কলামেই লেখা হয়ে যায় একটি কবিতা।ঐটি কপি করে রাখা হয়।কিন্ত অন্য কোন ভাবে সংরক্ষন করা যায় না- এক্ষেত্রে আপনার পাতার সাবকলামে অপ্রকাশিত কবিতা বা সংরক্ষন করুন এমন ব্যবস্থা থাকলে ভাল হয়।
অপ্রকাশিত কবিতার নীচে
সম্পাদন করুন- আসরে প্রকাশ করুন অপশান থাকলে আমরা সরাসরি সংরক্ষন থেকে প্রকাশ করতে পারবো।
বিষয়টি ভেবে দেখার জন্য আসরের সব কবিদের দৃষ্টি আকর্ষন ও মাননীয় এ্যাডমিন মহোদয়ের সুবিবেচনা কামনা করছি।
সমৃদ্ধ আসরের প্রত্যাশায়.
সকলকে ধন্যবাদ।