এক-
শনির সাড়েসাতি
ফের গ্রহন
ঘুম ভাঙ্গা প্রহর।
দুই-
আকাশ নীলে
স্বপ্নের রংধনু
রোদ্র দহন।
তিন-
রঙিন ঘুড়ি
শৈশবের হাসিতে
ঘুর্নি বাতাস।
চার-
কবিতার শরীর
রুপকহীন
গল্পের অনুচ্ছেদ।
পাঁচ-
তীরন্দাজের তীর
সবুজ মৃত্যু
সরি সৌজন্য প্রথা।
ছয়-
নিবিড় রাত
অস্তি-মজ্জার স্বস্তি
বিরক্তি ভোর।
সাত-
ঈশ্বরের প্রতিজ্ঞা
মিথ্যে প্রলাপ
সত্যের রুপান্তর।
আট-
ন্যায্য প্রাপ্তির প্রশ্ন
দাবীর কথা
প্রতিকী অনশন।
নয়-
কানকাটা গল্পেতে
দুকান কাটা
গ্রামের মাঝপথে।
দশ-
কবির মন
রক্তঝরা উপমা
নীল আগুন।