উবে যায় আলোভরা দিন
স্বস্তির রাত,ঘুমঘুম গল্পকথা
বিশ্বাস পোড়া দলছুট আঁধারে।
উড়ে যায় সম্ভ্রমের আঁচল
বুনো ঘোড়ার পিঠে - লুটানো আহ্লাদে
সুর ধরে সুখশারি...
অরণ্যে....
বেদিতে জীবন কাঁদে...
ভুলে যায় শুকোহাসি-কচি ঘাসের জাবর।
রক্ত রসায়নে খড়গের ধার-
জানেনা জীবন কতটা কাঁদে
সুর্যাস্তের আঁধারে ঘরের টানহীনে।
পুড়ে যায় ঘর-দুয়োরও
জীবন জুড়ে।
স্বপ্ন ওড়ে ঐ গাঁয়ে.... দিঘীর পাড়ে।