তুমি পাশে আছো
কেউ নেই পাশে- একা আমি
মহাকালের প্রান্ত রেখায় অবিচল কাঁপছি।
তোমার ঘরের সব কপাট খোলা
খোলা অবিন্যস্ত চুল তোমার
বাতাস বয়ে আনে সুঘ্রান তার
আমি আর একবার নাক ডুবাবো,
খুব আঁধারে.... তৃপ্তিতে ..একা
শেষবার খুব একা হওয়ার মুহুর্ত আগে।
বাতাস কাঁপছে...
কাঁপছো তুমি...
কাঁপছে অধরা ইহকাল -
একাকী আঁধারে।
উহু!
আমার আঁধারে ভয় নেই।