একদিন বেয়াড়া হতে খুব ইচ্ছে হয়...
তোমার রাতটুকু কেড়ে নিই
কেড়ে নিই অঘোর ঘুম-রাতজাগা হয়ে
তারপর না হয় গল্প লিখে দিবো....
মাতাল রাতের চুপ-কথা সব
অরণ্যের তৃনের আদ্যোপান্ত
আর কলমীলতা ফুলের কাব্য
খুঁনসুটি প্রলাপের সব অক্ষর - স্বর
জিভ-তালুর টঅস টঅস চুটকিতে টক খাওয়া
দুপুর গড়ানো বিকেলের আসর
তারপর না হয় লেখা যাবে
কাজল টিপের আটপ্রহরের অন্তরায়
"খোকা ঘুমালো পাড়া জুড়ালো" গান
চাঁদ টিপ আর বালাই সাটের ব্যঞ্জনায়
তৃতীয়া চাঁদের পূণঃ রূপসী হওয়া উপাখ্যান