এক-

টিয়ার ঠোঁট লাল
তার নীচে ছোট গাল
গাছে ধরা দুটি তাল
তালের শাশে জল।

দুই-

রসের হাড়ির রস গলেছে
বৌমা কাপড় দাওনি তলে
তাইতো দেখি পিঁপড়ে সারি
সার বেঁধেছে পিছে দলে দলে ।

তিন-

গঙ্গা জলে ডুব দিয়েছি
গিয়ে গয়া কাশি
পরকিয়াতে মন মজেছি
হাতে মোহন বাঁশি।