ক্রমাগত রাত ফেরী হয় এ শহরে।
ফেরী হয় ঈশ্বর,পরাগায়ন,গর্ভাশয়
আর যৌন গ্রন্থি।আমি যতবার হেটে যাই
দেখি উর্বশী রম্ভাদের শীৎকারে কাব্যচাষীর উন্মক্ততা- নির্লজ্জ।
অবাধ পরকীয়া আর স্বমেহনের বেশাতি ।কাব্যের পান্ডুলিপি নিঁখূত এ্যালিয়েনের ক্রোড়পত্র।তখন অবলীলায় বলি কবি-
তোর উন্মুখ জরায়ূর জন্যে
অবশিষ্ঠ নেই এক ফোটা বির্যও।
ধার চাইলেও দিতে পারবো না.
তার চে অঙ্গুলী স্বমেহনই তোর প্রাপ্য।
সেই পূর্ব জন্ম হোতেই আদিম কফিনে
পাহাড় গলার গল্প হয়
গল্প হয় গন্ধব-পর্বতের পাতা ঢাকা শিশ্নের।
হাড় সরানো গল্পের চিহ্ন বয় শিশ্নের নীচের কাটা দাগ-সেলাইয়ে
ভুলে গেছিস ব্যাথা পাওয়া যৌন গহ্বরের জ্বলুনী!
আজো তাই রাত জেগে শব্দের সাথে তুই স্বকামী।