নক্ষত্রের আলোকিত এ শহরে
হঠাৎ অন্ধকার এনে দিলে
রাশি রাশি অন্ধকার
কৃষ্ণগহবর থেকে মুঠো ধরে এনে ছিটিয়ে দিলে
এ শহর পুরোটাই গন্ধকার করে দিতে চাইলে
এ শহর পুরোটা অন্ধকার হয়না
তাকে সম্পূর্ণ আঁধারে ঢেকে দেওয়া যায়না
এ শহরে প্রতিটি সন্ধ্যা আসে
মাটির পিদিমে
কেরোসিন পুড়া সে আলো
এক ফুৎকারে নিভিয়ে দেওয়া যায়
তবু তার আলো বুকে ধরা থাকে
সে আলো বোধ মন্ত্রপূত -জ্যোর্তিময়
নক্ষত্র শহরের সে আলো
অন্ধকারে ঢেকে দিতে পারনা
মিথ্যে অহমের কালো ফুড়ে
তার জ্যোতি ফুটে ওঠে
তাকে ঢেকে রাখা যায়না
যতদিন পৃথিবী থাকবে
যতদিন মানুষ থাকবে
কবিতার পান্ডুলিপিতে ছাপা হবে
জলরংয়ে প্রতিটি অধ্যায়
কবিতার শিরোনামে
মানুষের গল্প- ইতিহাসে
মিথ্যে অহম প্রতিপত্তি
বিবেক বর্জিত প্রতিটি পদক্ষেপের
পূংখ্যানু হিসেব দিতে হবে
কবিতার প্রতিটি শব্দ
প্রতিটি বাক্য উপমা-অন্তরার গান
মিছিলে যাবে
শ্লোগানে শ্লোগানে হিসেব নেবে
এই কবি ও কবিতা ধর্ষন-নিষ্পেসনের
এ আমার নক্ষত্রের শহর
এ আমারই কবিতার শহর