এক-
ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন ব্যাটা
ছুঁচো কি হয় কখনো চলার পথের কাটা।
ছুঁচো করে কিচির মিচির দাত খেচিয়ে চলে
পায়ের কাছে আসলে, ফেলিস জুতোর তলে।
দুই-
জল ঢোড়া মারে মোড়া ফালতু তোলে ফনা
বিষ নাইরে তোর ছোবলে মা মনসার মানা।
নেউল বলে দাড়া ঢোড়া দেখাই তোরে মজা
এক লাফেতে ভাঙ্গে ঢোড়ার মেরুদন্ড মাজা।
তিন-
উঁইপোকারা পাখা মেলে আকাশ ছোবে বোলে
পাখির ঠোঁটে ঠুকরে খায় শুন্যে উড়াল দিলে।
(সাময়িক পোষ্ট)