আপনার কবিতায় পাঠক কম? মন্তব্য চান বেশি বেশি? দুশ্চিন্তার কিছু নেই -
আমার নির্দেশনা ফলো করুন।প্রতি ঘন্টায় দেড়-দুশো পাঠক আর সামন্তরালে মন্তব্য পেতে এই চিটকোড এ্যাপ্লাই করুন।

আমার ব্যক্তি অভিজ্ঞতায় দেখেছি পিক আওয়ারে কবিতা পোষ্ট করলে প্রথম ছয়ঘন্টায় প্রতি পাচ-ছয়জন পাঠকে একজন মন্তব্য করেন।

মন্তব্য বাড়ানোর টিপস--

ক. বেলা বারোটার আগেই কবিতা পোষ্ট করুন।
খ. একটা ভিন্ন মেইল আইডি ও একটা নাম দিয়ে মন্তব্য শুরু করুন।
গ. প্রতিমন্তব্য করুন।
ঘ. একজনের সাথেই মন্তব্য প্রতিমন্তব্য ন্যুনতম বিশটা টার্গেট নিয়ে টার্গেট ফিল আপ করুন।মন্তব্য কবিতা সম্পর্কে না হয়ে ব্যাক্তি আডডা হলেও অসুবিধে নেই।
ঙ. অন্যের কবিতা পড়ে সময় নষ্ট না করে- অতুলনীয় লেখা আপনার.... এ জাতীয় প্রশংসা সুলভ মন্তব্য ফোটা কমানো- বাড়িয়ে কপিপেষ্ট করুন।
চ. চেষ্টা করুন তারিকের সব লেখায় পেষ্ট করতে।

লক্ষ করুন মন্তব্য কি ভাবে বেড়েছে।

আজ এ পর্যন্ত -
আগামী পর্বে কেউ মন্তব্য না করলেও একহাজার বা তারোবেশি পাঠক বাড়ানোর ট্রিকস।
সাথে থাকুন-
শুভেচ্ছা।
-