আর শ্রী হরী, গদাধারী পঞ্চ যে পান্ডব
কালের আকালে দেখি তাদের ও তান্ডব।
আকাল যেন কাল হলো সময়ও যে জুড়ে
কুবাসনার রাজত্ব হলো সত্য আস্তাকুড়ে।।
(সুর পুঁথি)
এভাবে কি যায় দিন,সময় সঙ্গীন
মিথ্যা টেকে নাতো রে
সত্যের সৎ আলো, এই জ্যোতি খুব ভালো
কালো আলো মরে আঁধারে।।
তানা হলে সন্মুখ্ গতি, হবে যে অধোগতি
সত্য গতি সায়
বোধের অবোধ আলো,তানিয়ে সন্মুখ চলো
মিথ্যা গতি বায়।।
মুখে বলো এক কথা,কর্মেতেও করো তথা
এক কাজ মনেতে পুষিও
আঘাত না দিও মনে,ভালবেসো সর্বজনে
এই কথা অন্তরে মানিও।।
(সুর ত্রিপদী)