হুট করে খুলে যায় বুনোট কপাট
বুনো গন্ধ আসে মহুয়া ঘ্রান
স্নিগ্ধ বাতাসে দোপাটি ঠোঁটের আল্পনায়।
সমতলে বেড়ে ওঠা লকলকে শ্যামা
রাত-দুপুরে দুলে যায়...
উপত্যকার আদ্রতায়।
পরাগ ঝরা সাত জনমের রঙে।
সন্ধ্যে জানেনা তার রঙ
তার বুকে জোনাকীর প্রেম
শুধু জানে আলো - ঘুঙরুর সুর
আঁধারের লুকোচুরী....
তুমিও জাননা ...
কিংবা ভুলে গেছ
প্রেম.
আমি.
ফেলে আসা চুমুর চিহ্ন
স্পর্শ ইতিউতি।।