আপনারা দেখছেন।স্পষ্ট আলোয়।ধোপদুরস্ত এই আমাকে।ভাল করে দেখুন।গলায় টাই নেই।যদিও তা থাকতে পারতো।লাল,নীল কিংবা কালো।কিন্ত নেই।যাহোক সেটা অন্য প্রসংগ।
ভালো করে দেখুন।আমার হাতে একটা দড়ি।আমি নিজহাতে পাকিয়েছি।পাট দিয়ে।তারপর মোমের প্রলেপ,সেটিও আমি নিজ হাত দিয়েছি।মোদ্দা কথা আমি এখন আত্মহত্যা করবো।পাশের ঐ টেবিলটার উপর দাড়িয়ে।
পেশায় আমি একজন ডাক্তার।নামকরা যৌন বিশেষজ্ঞ।সফলতা, শুনামের উচ্চ শিখরে।
ইদানিং আমার রোগীর সংখ্যা অত্যাধিক বেড়ে গেছে।যুবক যুবতী।যৌনাঙ্গের বিকলাঙ্গতা, যৌনদ্বারে দগদগে ক্ষত- আরো অনেক সমস্যা।কেস হিস্ট্রি বলছে -ইন্টারনেট,ইয়াবা।অতিরিক্ত যৌনাঙ্গে অত্যাচার।
যা পরবর্তিতে প্রজনন ক্ষমতা লোপ ও বিকলাঙ্গ প্রজন্ম জন্মাবে।
দেখুন আমি দড়ির একপ্রান্ত উপরে বেধেছি।আর এক প্রান্ত গলায় পরালাম।এখনই আমি ঝুলে পড়বো ।প্রতিবাদ।সুস্থ প্রজন্মের স্লোগানে।