যাজক রাত লুটায় বেশ্যার হাসিতে
কোলাহলে জল উড়ায় দ্রবন দ্রাবকে।
ক্ষীণ স্রোতধারা ভাটির উজানে
বিভাজিত মোদির আস্বাদে ন্যুইয়ে পড়ে
মহাভারত-
ভুলে যায় বাল্মিকী আজ্ঞা।
কামকলার ষোলপাঠ পুর্ণ হয় রতিশিল্পে
কামরুপ মন্ত্রবীজে সিক্ত হয় চন্দ্র
বৈষ্টমীর অষ্টমী নামে দশমীর দশায়।
শিল্পিত তরুমুলে নাড়িছেঁড়া আজ্ঞায়
দিশেহারা পূজারী -মন্ত্রভুলে
সাতকাহনে সদালাপী ব্রম্মচারী
বিমোহিত প্রসাদ আরাধনার যজ্ঞে।
নাম যজ্ঞ ভুলে যায়
পাঠাবলী রাত আসে
আমি বেদিতে যোজন করি
রক্তবীজ- স্বারক চিহ্ন ।
এবার আড়বাঁশির পালা
রাখালিয়া ঠোঁটে।।