মুঠোভরা ইচ্ছেরা যখন ঝরে পড়ে
টুপটাপ ..
কুয়াশা রাতের শিশির ঝরার মতো
শালপাতার বুক জুড়ে
সে শিশিরের প্রতিবিম্বে তোমাকে দেখি
লাল হয়ে যাওয়া লজ্জায় তুমি অযথা ব্যাতিব্যস্ত বুকের কালো তিল লুকোতে

খুব ইচ্ছে করে তখন এঁকে দিই
ঠোঁটের ভাজে ...আদর রঙে
গাঢ় মায়ার ছবি

এবার বর্ষা এলে সাঁতার শিখবো
ঘাস ফড়িং এর কাছে নাচের মুদ্রা
প্রজাপতি ডানায় উড়াবো স্বপ্ন
চিলেকোটার আল্পনার

ঝনা না ঝনা না সুরে...
     চলো গ্রহান্তরে

সুর ঝরে ... ভেজা পালকে
কৌণিক শহরের গলিতে গলিতে