আমার প্রেমপত্রের শেষ পাতাটিও কাগজের নৌকা হয়েছে
শেষ পূর্ণিমায় অক্ষর গুলো গলে পড়েছে জোছনা হয়ে

তারপর নৌকার বয়স বাড়ার গল্পে
নদী হয়ে ওঠার ধারাবাহিক পর্ব
মধ্যরাতের রিমঝিম সুর
বাঁক গড়ানো নদীর পাড়ে অরণ্যের ছোপ ছোপ শব্দ গুচ্ছের কবিতা হোয়ে ওঠার ...

থাক সে কথা...

বড্ড মিছে বলো তুমি
কাগজের নৌকো নদী হয় কখনো

তারচে বরং বড় চাঁদের কথা বলো
বড় চাঁদের মাঠে জোছনার ঢল নামে
তাই না





(বড়চাদ --সুপার মুন --
দেখা যাবে এই সাতাশ্ সেপ্টেম্বর রাত আকাশে)