আধুনিক ও উত্তর আধুনিক কোন সময়কাল নয় বরং একটি চেতনা।
আধুনিক সময়ে কাব্যের যে বৈশিষ্ঠ্য্ লক্ষ করা যায় তা হলো সময়ের শাব্দিক চাহিদা পূরণ, বাক্য বিন্যাসে যথাযথ শব্দ চয়ন,রুপক্ উপমার অভিনবত্ব।ভাবের গভীরতা ও বিস্তার।
উত্তর আধুনিক্ কাব্য্ আরো -কিছু বৈশিষ্ঠ্য ধারন করে যা রীতি বা প্রথার বিরুদ্ধতা,যুক্তির বা ব্যাখ্যাতীত সৌন্দয্য,নিদ্দিষ্ট বা পুর্বনির্ধারিত অবয়ব না থাকা, আঙ্গিকের রীতিসিদ্ধ বৈশিষ্ঠ না থাকা,ভাঙ্গা ভাঙ্গা চিত্রকল্প, নান্দনিক শব্দ চয়ন, বাক্যের ভাবে মায়াময়তা,ইন্দ্রজাল তৈরী! পাঠককে ভাবের আবহে ডুবানো, এক ঘোরে রাঙানো, পাঠককে ওতপ্রোত ভাবে ভাবার অবকাশ দেওয়া।যা অসম্ভব ভালো লাগার।
পাঠক ব্যাখ্যা করতে পারবে না সে অনুভব।
সুপ্রিয় পাঠক -কবি এটিই শেষ কথা নয়- আপনার মতে আরো কিছু থাকলে মন্তব্যে সংযুক্ত করবেন কি?
ধন্যবাদ পাঠের জন্য।