মৌ গুঞ্জনে মাধবী রাত হয়
রাত হয় প্রাচীর গড়া অভিমানে
ব্যাবিলিয়নের ঝুলন্ত বারান্দায়
তালসারির মাঁচায়-
খৈ ফুলের অভিলাষে

আর শিশির গড়ানো পদ্মের শাঁখায়
অনুরাগে না ফোটা ফুলের কলির
অন্তর অভিধানে

শুধু সন্ধ্যে গড়ানো রাত আসেনা
আমার আঙিনায়...

নিঝুম-গাঢ় রাত চাই ...
জোছনা ভাসা রাত ...
রাত পরীর নাচের মুদ্রায়
উদোম মাঠের আলিঙ্গনে
ঘুম জুড়ানো মায়ার
আঁধার মোড়ানো মাধবী রাত

তুমি বোঝ রাতপরী

তুমিহীন মাধবী রাতগুলো
হীমঘরে ঠাঁই গেড়েছে
কতোকাল...