আজ প্রকাশে এলো চাঁদ
গর্ভবতী পূর্ণিমা- ভরা ভাদর রাতে
সেই যে কবে ধর্ষিত হয়েছিল
কিছু টোমেম আর ট্যাবুর ফাদে পড়ে
লুকনো প্রেমের অন্ধ গলিতে
কতক শব্দ আর বাক্যের উঠোনে
সেই তৃতীয়া রাতের ষোড়শী সর্বনাশ
রজঃ চিহ্ন আসেনি এবার পঞ্চমীতেও
গর্ভের ভ্রুণের স্পষ্টতা এলো অষ্টমীর রাতে
একাদশীতে হলো গ্রহন ফের
তাকিয়ে থাকা কিছু চোখের অবজ্ঞা
সমাজ চ্যুতির স্পষ্ট নির্দেশে দেশান্তরী জ্যোছনা- একলা মাঠে
এবার চাঁদের ঘরে অমাবশ্যা
অরণ্যের আঁধারে নির্বিবাদ বসতি
তারপর -
চাঁদ বুড়ির দুধ দোয়ানোর গল্প
কাল জুড়ে...