আমি এবার কবি হবো এটাই আমার হবি
তসলিমার মতন নাকি আমার লেখা সবি।
শুদ্ধ সা এর সুর জানিনা নি রে গারে গায়
বতক মানে হাসের মত ফ্যাসফেসে গলায়।
ভুট-কাত আর চিত হয়ে শুই আমড়া কাঠের ঢেঁকি
বাকুম বাকুম ডাকলেই কৈতর পরাগ.খোঁটে নাকি?
জ্বর উঠে যায় সিক্সটি নাইন চায় যে থার্মোমিটার
থরথর থর খুব কাঁপুনি জ্বর তপ্ত করো হিটার।
দ্বৈত লাউয়ের ডুগডুগি সুর - চাও কেন গিটার
সুর তোলো সুর উছল দুপুর -সময় সুর সাধার।
বলনারে তুই এবার বন্ধু সত্যি আমি কবি
ত!ত!ত!
তসলিমার মতোই নাকি আমার লেখা সবি।
( সাময়িক পোষ্ট )