সেইতো বৃষ্টির গানশোনা- কানপেতে
শিল কুড়ানি বিকেল
দলছুট লুকোচুরি
আম কাসুন্দির ঝাঝালো গন্ধে উন্মাদ সন্ধ্যে
কুনোব্যাঙটার অযথাই ফুলে ওঠা গরগরানি জায়গা বে-দখলে
আর একটু গাঢ় সন্ধ্যার রঙে
গা ঘেঁসে আসা- হারিয়ে যাওয়া
পড়ে আছে অনাবাদি ভুঁই
সদ্য চাষের চিহ্ন বুকে
বাতাসে ভাসা উর্বর ঘ্রাণ
গন্ধ বাতালী নয়-
ও পাতায় নোনা স্বাদ নেই
কেওড়া পাতা ছুঁয়ে আসে সমুদ্রের ভেজা বাতাস